প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2025 ইং
মহাসড়ক থেকে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের 'নাকধরা মানববন্ধন' কর্মসূচি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
পটিয়া পৌরসভার বাহুলী শ্রীমাই এলাকার মহা সড়কের উপর ময়লার স্তূপ সরাতে পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে 'নাকধরা মানববন্ধন কর্মসূচি' গত ১২ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে ও সংগঠনের আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা অতিদ্রুত মহাসড়ের এ ময়লার স্তূপ সরাতে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহীর সু-দৃষ্টি কামনা করে বলেন ময়লার স্তূপ এর কারনে প্রতি নিয়ত চট্টগ্রাম কক্সবাজার যাওয়া পযর্টক ও স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয়রা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে করে নানা রোগব্যাধী চড়াচ্ছে। প্রসাশনকে অতিদ্রুত এর সমাধান করতে জোর দাবী জানান।
পটিয়া সচেতন নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর উপদেষ্টা মাহমুদুল হক মাষ্টার, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল আলম সওদাগর, প্রভাষক ফারুক আহমেদ রাজু, সদস্য মোহাম্মদ রানা, এস এম আবু হেনা, যুব ফোরাম আহবায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরাম আহবায়ক নাফিজ করিম,
জমির উদ্দিন, মোহাম্মদ আজম খাঁন, পটিয়া সচেতন যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, আমিন, ফারজানা আকতার,ওয়াহীদ, স্থানীয়দের মধ্যে নয়ন ইসলাম, সৌরভ, নঈমুল ইসলামসহ পটিয়া সচেতন নাগরিক ফোরাম ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, আগামী রবিবার পৌর প্রসাশক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে স্বরকলিপি প্রদান করা হবে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ নগর পোস্ট ডট কম