প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
গাজীপুরের মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা।

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে শ্মশান মন্দিরে দুর্বৃত্তদের হামলায় অস্থায়ীভাবে তৈরি ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, প্রতিমা তৈরির কাজ চলছিল। এ সময় দুর্বৃত্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। এতে প্রতিমার উল্লেখযোগ্য ক্ষতি হয়।
কাশিমপুর যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি অরুণ দত্ত জানান, “প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। দুর্বৃত্তরা এসে প্রতিমাগুলো ভেঙে দেয়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।” তিনি ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরুর হওয়ার আগেই পাহারার ব্যবস্থা করা হবে। এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার প্রমাণ সংরক্ষণ করা সম্ভব হয়নি।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম বিল্লাহ বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে। তদন্ত চলছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সকল কিছুর স্বত্বাধিকারঃ নগর পোস্ট ডট কম