প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে দূর্গা পূজা গাইড লাইন উদ্বোধন।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃপ্রতিবছর ন্যায় এই বছরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে দূর্গা পূজা উদযাপন ও তার গাইড লাইন উদ্বোধন করেন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস।
এদিন বারুইপুর জেলা পুলিশের প্রশাসনিক ভবনে একটি সামাজিক অনুষ্ঠানে এই দূর্গা পূজা গুড ম্যাপের সাহায্যে পূজা পরিক্রমা প্রস্তুতি অনুষ্ঠানটি উপস্থাপনা ও উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের লোকসভার সদস্য ও জয়নগর লোকসভার এমপি শ্রীমতী প্রতিমা মন্ডল ও বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার শ্রী সৌতম বাবু ও ডি এস পি শ্রী সৌম্য জ্যোতি রায় এবং বারুইপুর পূর্ব র বিধায়ক ও তৃনমূল দলের নেতা শ্রী বিভাস সরদার ও সোনারপুর দক্ষিণ বিধান সভার সদস্য শ্রীমতী অরুন্ধতি মিত্র ও সোনারপুর উত্তর বিধান সভার সদস্য ফেরদৌসী বেগম এবং জয়নগর বিধান সভার সদস্য বিশ্বনাথ দাস সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিক ও প্রশাসনের কর্মকর্তারা।
এবার দূর্গা পূজা উদযাপন উপলক্ষে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সি সি ক্যামেরা ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের দল টহলদারি চালিয়ে যাবে। এদিন বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পূজা কমিটির কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।।
সকল কিছুর স্বত্বাধিকারঃ নগর পোস্ট ডট কম